
ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ (অভি) : অগ্নিঝরা মার্চের প্রথম দিনে প্রকাশনার এক যুগের সফলতা শেষে ১৩ তম বর্ষে পদার্পণ করলো দৈনিক সত্য খবর । “আমরা সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে ভয় পায় না” এই টাইটেল নিয়ে হাজারো বাধা বিপত্তি, অমসৃণ পথ, ক্ষমতাধর অপরাধীদের চোখ রাঙানি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে সময়ের সাহসী দৈনিক সত্য খবর । জার্নিটা কঠিন ছিল কিন্তু প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজুর দৃঢ় মানসিকতা ও সাথে এক ঝাঁক নির্ভয়ী ও অন্যায়ের সাথে আপোষহীন তরুণ ও অভিজ্ঞ সংবাদ কর্মীদের মিশেলে কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকা গুলোর মধ্যে অন্যতম ব্রান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে “দৈনিক সত্য খবর” ।
আমাদের সত্য খবর পত্রিকা আমার কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। আমি ২০১৭ সাল থেকে পত্রিকার সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছি । এই সাত বছরে অনেক উত্থান পতন দেখেছি ও সাথে দেখেছি প্রকাশক ও সম্পাদকের মানসিক দৃঢ়তা। এই সাত বছরে আমি পত্রিকা কে কেন্দ্র করে একটি পরিবার পেয়েছি। যাকে আমরা বলি সত্য খবর পরিবার । যা আমাদের নিজের পরিবারের বাইরেও আলাদা একটি পরিবার। যে পরিবারের রয়েছে বিভিন্ন নিউজ কে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে মত, মিষ্টি ঝগড়া , তর্ক-বিতর্ক ও দিনশেষে একসাথে চলার প্রতিজ্ঞা ।
আমরা জানি, একটি দেশের গণতন্ত্রের বিকাশ লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য । আর দেশ ও জাতির ক্রান্তিকালে সংবাদপত্রগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তারই ধারাবাহিকতায় সত্য খবর বিগত সময়ে বিশেষ করে ভয়াবহ মহামারী করোনাকালে খবর সংগ্রহ ও প্রকাশে কুষ্টিয়া জেলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। কুষ্টিয়া জেলার কিছু পত্রিকা যখন প্রকাশনা বন্ধ করে দেয় তখন দৈনিক সত্য খবর করো না কালে প্রতিদিন তার প্রকাশনায় কার্পণ্য করেনি বরং করোনার প্রতিদিনের আপডেট নিউজ কাভার করে, দৈনিক সত্য খবরের সংবাদ প্রতিনিধিরা নিজেদের জীবন বাজিয়ে রেখে করোনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছিল। আর প্রকাশনা শুরু থেকেই মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দৈনিক সত্য খবর। মাদকবিরোধী যে কোন সংবাদ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যে কোন ধরনের সংবাদ প্রকাশে সত্য খবর সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিউজ কাভার করে । মাত্র চারটা পৃষ্টায় দেশ থেকে আন্তর্জাতিক, কৃষি থেকে খেলার মাঠ, রাজনীতি থেকে বিনোদন, প্রায় সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের একটু সুন্দর মিলবন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করে দৈনিক সত্য খবর । প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতিক,সামাজিক ও কৃষি প্রধান দেশের কৃষি নিয়ে সংবাদ সুনিপমভাবে তুলে ধরার চেষ্টা করেছে দৈনিক সত্য খবর এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করায় আজ দৈনিক সত্য খবর সর্বজন স্বীকৃত।
সর্বশেষ বলতে চাই ১৩ তম বছরে পদার্পণের এই মহান মুহূর্তে আশা রইল অতীতের মতো আগামীতেও সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে দৈনিক সত্য খবর, যেখানে দেশি-বিদেশি অপসংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ থাকবে দৈনিক সত্য খবরের। আমরা জানি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে ভূমিকা পালন করে। পাশাপাশি মুক্তচর্চার মাধ্যম হিসেবে সংবাদপত্র একটি জাতির অগ্রগামীতায় নিয়ামক হিসেবে কাজ করে। আর জঙ্গিবাদ, অপসংস্কৃতি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা,দুর্নীতি, মাদক ও সন্ত্রাস রোধে সত্য খবরের আরও বলিষ্ঠ ভূমিকা দেখতে চাই। পাশাপাশি অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনে দৈনিক সত্য খবর পত্রিকা আরও অগ্রণী ভূমিকা রাখুক সেই কামনা করি । আমার বিশ্বাস সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা,পশ্চাদপদতা, অত্যাচার,অনাচার এর বিরুদ্ধে একটি দৈনিক পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।পারে একটি সমাজকে বদলে দিতে। সচেতনতার বিচ্ছুরণ ঘটুক সকল প্রকার অন্যায়, অবিচার, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে । দৈনিক সত্য খবরের উত্তরোত্তর সফলতা কামনা করছি ।