
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপের সংঘর্ষে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও হেলপার রয়েছেন। েমঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুন : আরো ১৯ কোটি ডিম আমদানির অনুমতি
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক বলেন, ভোরে মালাউড়ি এলাকায় একটি বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।