
বরিশালের বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার দুই সহপাঠী। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (১৮) উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
আহত রাকিব ও মুশফিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল : রেল বিভাগের অতিরিক্ত ১৭ কোচ
নিহত ফয়সালের স্বজন সাইদুর রহমান জানান, দুর্ঘটনার সময় কে মোটরসাইকেল চালাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে এ বিষয়ে জানা যাবে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। টমটমের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টমটমের চালককে পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। সবাইকে বরিশাল নিয়ে গেছে। বিস্তারিত কিছু জানি না।