
SpaceX-এর স্টারশিপ রকেটের নতুন উৎক্ষেপণ আবারও ব্যর্থ, মাঝ আকাশেই ভেঙে পড়ল যানটি
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স (SpaceX) তাদের বিশাল আকৃতির স্টারশিপ রকেটের নতুন একটি পরীক্ষা চালায়। কিন্তু এই উৎক্ষেপণটি সফলতার মুখ দেখেনি। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি ভেঙে পড়ে। বৃহস্পতিবার টেক্সাস থেকে স্টারশিপের এই উৎক্ষেপণ করা হয়েছিল।
প্রায় দুই মাস আগে টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের আকাশে বিস্ফোরণের পর এবার ফ্লোরিডার আকাশে ধ্বংসাবশেষ দেখা যায়। রকেটটি প্রায় ১৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পরে নিয়ন্ত্রণ হারায়। এরপরই এটি ভেঙে যায়। তবে ধ্বংস হওয়ার আগে স্টারশিপ থেকে কয়েকটি ‘নকল’ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কথা ছিল। এই স্যাটেলাইটগুলো দেখতে অনেকটা স্পেসএক্সের স্টারলিঙ্ক ইন্টারনেট স্যাটেলাইটের মতো।
স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের সময় রকেটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। স্টারশিপের এই ফ্লাইটটি এক ঘণ্টার জন্য নির্ধারিত ছিল, কিন্তু মাঝ পথেই তা শেষ হয়ে যায়।
স্পেসএক্সের ফ্লাইট কমেন্টেটর ড্যান হুওট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বলেন, “দুর্ভাগ্যবশত, গতবারও এমনটা ঘটেছিল, তাই আমাদের এখন এই বিষয়ে ভালোই অভিজ্ঞতা হয়েছে।”
স্পেসএক্স জানিয়েছে, রকেটের উপরের অংশে থাকা মহাকাশযানটি ভেঙে যাওয়ার আগে প্রায় ৯০ মাইল উচ্চতা পর্যন্ত গিয়েছিল। তবে এবার প্রথম ধাপের বুস্টারটিকে তারা উৎক্ষেপণ প্যাডে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল।
নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর জন্য স্টারশিপ ব্যবহার করা হবে। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের লক্ষ্য হলো স্টারশিপের মাধ্যমে মানুষকে মঙ্গলে পাঠানো।
আগের পরীক্ষার সময়ও স্পেসএক্সের বুস্টার উৎক্ষেপণ প্যাডে ফিরে এসেছিল, কিন্তু কয়েক মিনিট পরেই মহাকাশযানটি আটলান্টিক মহাসাগরের উপর বিস্ফোরিত হয়েছিল। সেই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্পেসএক্স জানিয়েছে, এই দুর্ঘটনার পর তারা স্টারশিপের ডিজাইন এবং প্রযুক্তিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) সম্প্রতি স্টারশিপকে পুনরায় উৎক্ষেপণের অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, স্পেসএক্সের স্টারশিপ তৈরি এবং পরীক্ষার স্থানটি হলো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একদম দক্ষিণের সীমান্ত এলাকা। কোম্পানিটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরলেও আরেকটি স্টারশিপ কমপ্লেক্স তৈরি করছে। এখানে তারা তাদের ছোট আকারের ফ্যালকন রকেট তৈরি করে, যা নভোচারী এবং স্যাটেলাইটকে কক্ষপথে পাঠাতে ব্যবহৃত হয়।
তথ্য সূত্র: এসোসিয়েটেড প্রেস