
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা বিরোধে ২শ কলার গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার ২০ মার্চ উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর গ্রামের মৃতঃ ফুল মিয়ার পুত্র আব্দুর রাজ্জাকের কলাবাগানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, দানেজপুর গ্রামের সুজাউল করিম শিপনের থেকে ১০ শতক জমি এগ্রিমেন্টে নিয়ে চাষাবাদ করছেন। শিপন তার সহযোগী দুখু, খোকন ও কায়েমকে সাথে নিয়ে আব্দুর রাজ্জাককে জমিটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে রাজ্জাককে মারপিটসহ কলার বাগান কেটে ফেলার হুমকি দেয় শিপন গং।
আরো বলেন, বেশ কয়েকবার শিপন বাগান থেকে কলা কেটে নিয়ে যায়।
আজ সকালে বাগানে গেলে দেখতে পাই বাগানের সব কলার গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনায় আব্দুর রাজ্জাক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।