
কুষ্টিয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় শাকিল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলার সদর থানার খানখানাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শাকিল কুষ্টিয়া শহরের চর আমলা পাড়ার বাসিন্দা এবং কাজী আব্দুর সামাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেলের শনাক্তকরণ ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শাকিলকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে রাজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শাকিলকে গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বুধবার (৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলিতে অবস্থিত রশিদ এগ্রো ফুড প্রোডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়িতে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হেলমেট পরে এলোপাতাড়ি গুলি চালায়। তারা মুহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আব্দুর রশিদ কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।