
ফিরছেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারছেন না। গোটা আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি।
ফিরছেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুইয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।
৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জফ্রা আর্চারের বল রুতুরাজের কনুইয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ফেরানো হল অভিজ্ঞ ধোনিকে। চেন্নাইকে পাঁচ আইপিএল জিতিয়েছেন তিনি। সেই অধিনায়ককেই আবার ফেরাল চেন্নাই।
শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধেই এ বারের আইপিএলে প্রথম বার দেখা যাবে অধিনায়ক ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এ বার অধিনায়ক হিসাবে দায়িত্ব বাড়ল তাঁর। দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক ৪৩ বছর বয়সে নেতৃত্ব দেবেন চেন্নাইকে।
রুতুরাজের যে চোটের কথা বলা হচ্ছে, তা তিনি পেয়েছিলেন ১১ দিন আগে। এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছে চেন্নাই। অর্থাৎ, চোট নিয়েই খেলেছিলেন রুতুরাজ। যদিও প্রশ্ন উঠছে, চোট না কি দলের খারাপ ফল, কোন কারণে সরতে হল তাঁকে?
২০২২ সালে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন ধোনি। সেই সময় রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু মরসুমের মাঝে ফেরানো হয়েছিল অধিনায়ক ধোনিকে। দলের খারাপ ফল সে বারে কারণ ছিল জাডেজাকে সরিয়ে দেওয়ার। যদিও বলা হয়েছিল, ভারতীয় অলরাউন্ডার নিজেই নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন নিজের খেলায় মন দেবেন বলে। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর চোটের কারণে জাডেজা সে বার আর খেলতে পারেননি।