
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেহেনা খাতুন (৫৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছে । এ ঘটনায় তার স্বামী নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদার আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় পঞ্চগড় থেকে যশোরগামী বালি বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) যাচ্ছিল, এমতাবস্থায় রেহেনা খাতুন নামে রাস্তা পারাপারের সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং তার ও স্বামী মন্টু সর্দ্দার গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনা স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।