
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে উপজেলা শ্রমিকদল।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে সাধারণ জনগণের মাঝে উপজেলা শ্রমিকদলের সভাপতি খন্দকার মো. রুহুল আমিন মিঠুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি খন্দকার মো. রুহুল আমিন মিঠুর বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির ২ বছর পূর্বে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় আরো বক্তব্য রাখেন,শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিনুর আলম এবং সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।