
কুষ্টিয়ায় বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীদের সার্চ কমিটির সদস্য করা এবং আওয়ামীলীগে যোগদান কারীদের ১০নং ওয়ার্ড বিএনপির গুরুত্বপূর্ণ পদে বসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। রোববার বিকেলে ১০নং ওয়ার্ড বিএনপির ব্যানারে কুষ্টিয়া বড় স্টেশন এলাকায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমেদ সাবাব, সিনিয়র সহসভাপতি মাহফুজ্জামান তিতাস, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী জিয়া মোল্লাহসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ১০নং ওয়ার্ডের সার্চ কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাদের নিয়ে পুনরায় সার্চ কমিটি গঠন করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।