
কুষ্টিয়ায় জুলাই আন্দোলন নিয়ে কটুক্তির অভিযোগে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৫ জুলাই ) বেলা দেড়টার দিকে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে রাকিবুল ইসলাম রবিন নামের ওই নেতাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটকৃত রবিন সদর উপজেলার বটতৈল এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা।
আরও পড়ুন : ভিপি নূর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, কয়েকদিন আগে রবিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তি করে পোস্ট দেন। বিষয়টি নজরে আসলে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এর ভিত্তিতে রবিনকে আটক করা হয়েছে।
এদিকে আটককৃত রবিন ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটুক্তির বিষয়টি স্বীকার করেছেন।