
কুষ্টিয়ার কুমারখালীতে ছিনতাইকারীর কবলে স্কুল শিক্ষিকা হারালেন সর্বস্ব হরালেন অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার (৪৫)। সাহকারি শিক্ষিকা নার্গিস আক্তার এলঙ্গী পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী বলে জানা যায়।
আরও পড়ুন : পায়ুপথের মাধ্যমে স্বর্ণ পাচার ২০ স্বর্ণের বার উদ্ধার
পরিবার ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়, (২৮ মে) রবিবার সন্ধ্যার পর শহরের এলঙ্গী পাড়ার পৌর শিশু পার্ক এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন স্কুল শিক্ষিকা নার্গিস আক্তার। ঔষধ কিনতে বাড়ি থেকে বের হলে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি। এই সময় গলায় থাকা একটি চেন ও হাতে থাকা দুটি সোনার চুরি নিয়ে গেছে ছিনতাইকারীরা।
নার্গিস আক্তারের স্বামী সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পর ঔষধ কিনতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে আমার স্ত্রী। এই সময় এলাকাবাসী অচেতন অবস্থায় নার্গিস কে উদ্ধার করে কুমারখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক, তার গলায় থাকা একটি চেন ও হাতে থাকা দুটি চুরি নিয়ে গেছে ছিনতাইকারীরা। নার্গিস সুস্থ হলে আরো কিছু নিছে কি-না তা জানা যাবে। এই বিষয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার এস, আই হাবিব জানান, শহরের সরকারি গার্লস স্কুল সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।