সব
অন্তরাসহ ৫ছাত্রীকে স্থায়ী বহিস্কার করেছে ইবি প্রশাসন
কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনার দীর্ঘ ছয়মাস পর বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ছাত্রীকে স্থায়ী বহিস্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ^বিদ্যালয়ের ২৬০তম সিন্ডিকেট সভাশেষে এতথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিষ্টার এএইচএম আলী হাসান। তিনি জানান, উচ্চ আদালতের দেয়া কয়েকটি পর্যবেক্ষনের পর গতকাল( রবিবার) আইন শৃঙ্খলা মিটিংএ স্থায়ী বহিস্কারের এই সিন্ধান্ত গ্রহন করা হয়। আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোড অব কোন্ডাক এর আলোকে অভিযুক্ত ৫শিক্ষার্থীর আজীবনের জন্য ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ আগস্ট এই সিদ্ধান্ত উচ্চ আদালতে প্রেরণ করা হবে। এর আগে ওই ৫ছাত্রীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছিলো।
স্থায়ী বহিস্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ইবি শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেত্রী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, অন্তরা ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অন্তরার অনুসারী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন।
উল্লেখ্য, বিশ^দ্যিালযের হলে থাকা নিয়ে গত ১২ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের গনরুমে ডেকে এনে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা। নির্যাতনের সময় ফুলপরিকে বিবস্ত্র করে তা ভিডিও ধারণও করা হয়। ফুলপরির লিখিত অভিযোগের পর বিষয়টি প্রকাশ হলে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। বিশ^বিদ্যালয়, দেশরতœ হল, শাখা ছাত্রলীগ ও উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি তদন্তে ফুলপরিকে নির্যাতনের প্রমাণ পায় এবং তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়। এর আলোকে গত ১৫ জুলাই ইবি প্রশাসন এই ৫শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করেন। এ সিদ্ধান্তের পর উচ্চ আদালত সর্বোচ্চ সাজা দেবার পক্ষে কয়েকটি পর্যবেক্ষন দেন। এরপরই আজ স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নিল বিশ^বিদ্যায় প্রশাসন ।
আরও পড়ুন : দোহাই আপনাদের মেয়েদের স্কুল খুলে দিন
Time news FB Link
মন্তব্য