সব
আ.লীগের কার্যালয়ে ভাঙচুর
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রহিদুল ইসলাম বধুসহ দুজন গুরুতর আহত হয়েছেন ।
আরও পড়ুন : ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ২৮৮ আহত ৯ শতাধিক
আহতরা হলেন, ধরমপুর ইউনিয়নের ৬০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাতবাড়িয়া গ্রামের মৃত রহমত প্রমাণিত ছেলে রহিদুল ইসলাম বুদু এবং একই এলাকার কামাল আলীর ছেলে সুলতান আলী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুজ্জামান নবাব বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে একটি পারিবারিক গানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাতলামি করে সাতবাড়িয়া গ্রামের মন্ডল পাড়ার জিহাদ, রাসেল, রাজিব, শাহিন। এরপর তারা একটি মাইক্রো গাড়িতে ভাঙচুর করে। এই সময় স্থানীয়রা তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যায়। পরে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আব্দুল আজিজের নেতৃত্বে জিহাদ, রাসেল, রাজিব ও শাহিনসহ কয়েকজন আওয়ামী লীগের অফিসে অতর্কিত ভাবে হামলা করে। একে ধরমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিদুল ইসলাম বুদু ও আওয়ামী লীগের কর্মী সুলতান আলী গুরুতর আহত হন।
এ বিষয়ে ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য