সব
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়, তবে আফগান সরকারকে তাদের মাটিতে ভারত-সমর্থিত সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে হবে।
শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ইসলামাবাদে ৫২তম কমন ট্রেনিং প্রোগ্রামের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে ফিল্ড মার্শাল আসিম বলেন, ‘আমরা শুধু একটি বিষয় বলি—ভারতের সন্ত্রাসী কার্যক্রম ‘ফিতনা আল-হিন্দ’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’-কে আশ্রয় দেবেন না।’
তিনি বলেন, আফগানিস্তান একটি ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী ইসলামি দেশ’, তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজেদের মাটিতে শত্রুতাপূর্ণ শক্তির প্রভাব ঠেকাতে হবে।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ব্যবস্থায় একটি স্বচ্ছ ও দক্ষ বেসামরিক প্রশাসন জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিভিল ও সামরিক নেতৃত্বের মধ্যে প্রাতিষ্ঠানিক সংহতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বৈদেশিক চ্যালেঞ্জ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বক্তব্যে আসিম মুনির কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মানদ- ধরে রাখার আহ্বান জানান।
তিনি বলেন, পাকিস্তানের কৌশলগত ও উন্নয়নমূলক লক্ষ্য এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও পারস্পরিক সম্মান অপরিহার্য। বেসামরিক ও সামরিক খাতের মধ্যে সহযোগিতা পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্য শেষে এক ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বে কর্মকর্তারা অংশ নেন। এ সময় পাকিস্তানের অগ্রগতির জন্য যৌথ দায়িত্ববোধ এবং সমষ্টিগত প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য