সব
গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে ভয়াবহ হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত
গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে ইসরাইলের বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার (৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে— গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ইসরাইলের হামলায় ১৫ জন এবং একটি স্কুলে হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচ্যুত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন।
আরও পড়ুন : নেপালের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৫৭
অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করে ইসরাইলের দাবি, হামাস সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরাইলের বেশ কিছু নাগরিককে বন্দি করেন তারা। এর জবাবে গাজার শাসকগোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল।
ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে প্রায় ছয় হাজার শিশু ও নারী। অন্যদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য