সব
ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাসের চারা ধ্বংস
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান।
আরও পড়ুন : সাত সকালে পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ গাছের চারা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কোথাও বিক্রয় করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য