সব
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গার দর্শনায় শরম দুর্ঘটনায় জায়েদ হাসান রিয়াজ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত রিয়াজ দর্শনা কলেজ পাড়ার নওশের আলীর ছেলে। রিয়াজ উথলী মহাবিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। আজ বুধবার দুপুরের দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া রোডে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : ধর্ম পালনে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, আজ দুপুরের দিকে জীবননগর থানা দিন সন্তোষপুর-আন্দুলবাড়িয়া রোডে পুলিশ বক্স এর কাছে রাস্তার উপর মোটরসাইকেল চালক মো. জাহিদ হাসান রিয়াজ দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল শাহাপুর পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে ।
মন্তব্য