সব
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মা রুনি বেগম। গতকাল রোববার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মা ও শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : টাঙ্গাইলে মোটসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা প্রাণ গেল দুই বন্ধুর
নিহতের পরিবার বলেন, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর থেকে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় শিশু রাহাদ। এসময় শিশু রাহাদের মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুর মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
Time News FB Page Link
মন্তব্য