সব
ফরিদপুরে অ্যাম্বুলেন্সে আগুন নিহত ৬
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিং এর সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন : থাইল্যান্ডে হাজারো মৃত মাছে ছেয়ে গেছে সৈকত
ভাঙার দমকল বাহিনী সূত্রে জানা যায়, চালক মৃদুল (৪০) বাদে এম্বুলেন্সে থাকা সকলেই ঘটনা স্থলে মারা গেছেন। চালককে গুরুত্ব অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে দ্রুত গতির এম্বুলেন্সটির ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। কোন সিলিন্ডার বিস্ফোরণের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য