সব
বিয়ের আগে দ্বিতীয় সন্তানের মা হলেন পপ তারকা রিয়ান্না
জনপ্রিয় মার্কিন পপতারকা রিয়ান্না আবারো মা হলেন। কয়েক দিন আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। সন্তানের জন্মের সময় রিয়ান্নার পাশে ছিলেন প্রেমিক ও জনপ্রিয় র্যাপার এসাপ রকি। সন্তান ও রিয়ান্না দুজনেই সুস্থ রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এমটিও নিউজ এ খবর প্রকাশ করেছে। ফ্যাশন সাময়িকী হার্পারস বাজার অনলাইন সংস্করণেও এ খবর প্রকাশ করেছে।
গত বছরের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন রিয়ান্না। চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এবার জন্ম দিলেন কন্যাসন্তান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রিয়ান্না কিংবা এসাপ রকি।
আরও পড়ুন : বংলাদেশে ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা নিয়ে হলিউডে তথ্যচিত্র
গুঞ্জন রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিয়ান্ন। নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা। চলতি বছর লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ছিল এই যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য