সব
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় সাইবার আদালতে মামলা
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় সাইবার আদালতে মামলা করেছে সংবাদ সারাবেলা পত্রিকার বরিশাল ব্যুরো চীফ মোছাদ্দেক বিল্লাহ।
মামলা সূত্রে , ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আঃ রব জোমাদ্দারের ছেলে, আলানুর জোমাদ্দার (৩২)
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ : আহত ২
২৫ মে আলানুর তার ফেসবুক Md. Alanur Islam (বড় মিয়া) আইডি দিয়ে সাংবাদিক মোছাদ্দেকের নাম দিয়ে লিখেছেন (সুপাড়ি চোর মোছাদ্দেক হে ও আবার সাংবাদিক)। একই স্টাটাসের কমেন্টে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতির নামেও করেছে এমন কুরুচিপূর্ণ মন্তব্য।
আলানুরের এমন মানহানি মুলুক কর্মকাণ্ডে, ৩০ মে মানহানির অভিযোগে ২০১৮ এর ডিজিটাল নিরাপত্তা আইনের, ২৫,২৬ ও ২৯ ধারায় বরিশাল সাইবার আদালতে মামলা করেছেন সাংবাদিক মোছাদ্দেক। মামলা নং বরিশাল সাইবার ট্রাইব্যুনাল ৫৫/২৩।
মন্তব্য