সব
সিডনিতে ভেসে আসছে রহস্যময় বল, ৯ সৈকত বন্ধ
আস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসছে রসহ্যময় ছোট সাদা এবং ধূসর রঙের বল। তাই মঙ্গলবার সিডনির জনপ্রিয় ম্যানলি সৈকত সহ ৯ টি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।
নর্দার্ন বিচ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রহস্যময় বলগুলো নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, বল আকৃতির ওই বর্জ্যগুলোর বেশির ভাগই মার্বেল আকৃতির।
সোনালি রঙের বালু আর স্বচ্ছ পানির কারণে সিডনির সৈকতগুলো বিশ্বে নামকরা। বিশ্ব থেকে এসব সৈকত ভ্রমণে যায় পর্যটকরা।
ভেসে আসা রহস্যময় বলগুলোর কারণে ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ অ্যান্ড সাউথ কার্ল কার্ল, নর্থ স্টেইন এবং উত্তর নারাবিন সৈকত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সৈকত এড়িয়ে চলতে বলা হয়েছে ভ্রমণকারীদের।
আরও পড়ুন : সিটির নতুন ব্রাজিলিয়ান ডিফেন্ডার কে এই রেইস?
পাশাপাশি তদন্ত অব্যাহত থাকাকালীন ভেসে আসা বর্জ্যের সংস্পর্শ থেকে মানুষজনকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, গত অক্টোবরে সিডনির আরেক জনপ্রিয় বন্ডি সৈকতসহ আরও কয়েকটি সৈকতে কয়েক হাজার কালো রঙের রহস্যময় বল ভেসে আসে। তখন একইভাবে ওই সৈকতগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে তদন্তে দেখা যায়, বলগুলো ছিল ফ্যাটি অ্যাসিড। প্রসাধনী ও পরিষ্কারক পণ্যে এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিকের সঙ্গে যোগ হয়েছিল মানুষের মল, মেথামফেটামিন, চুল এবং পচা খাবার। সবকিছুর মিলিত এই বর্জ্য ‘ফ্যাটবার্গ’ নামে পরিচিত।
মন্তব্য