সব
সুনামগঞ্জে মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ এখনো দুই শিশু
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে নিখোঁজ মা দুর্লভ রানী (৩০) এর মরা দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি । আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।
আরও পুড়ন: পদ্মা সেতুর ঋণের আরও দুটি কিস্তি পরিশোধ
জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর ভাঙ্গা অংশ পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হন উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রবীন্দ্র দাশের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০), তার মেয়ে জবা রানী দাস(৭) ও ছেলে বিজয় দাস (৫)।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু সন্তানদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
মন্তব্য